40 C
আবহাওয়া
৪:২৪ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা শনাক্ত আরও ১০৭

চট্টগ্রামে করোনা শনাক্ত আরও ১০৭


বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষায় ১০৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৯৭ জন এবং উপজেলায় ১০ জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ হাজার ৩৯৭ জন। শুক্রবার (৫ মার্চ) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষায় ৬জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৭৯টি নমুনা পরীক্ষায় ১১জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫৭৭টি নমুনা পরীক্ষায় ৩১, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষায় ৪জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৭টি নমুনা পরীক্ষায় ১২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষায় ৬ জন এবং শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৮৭ নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ওইদিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনও নমুনা পরীক্ষা করা হয়নি। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২১টি নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত চব্বিশ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষায় ১০৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। যাদের নগরে ৯৭ জন এবং উপজেলায় ১০ জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ হাজার ৩৯৭ জন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ