21 C
আবহাওয়া
৯:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বরিশালে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বরিশালে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বরিশালে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিএনএ, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে খালে ভাসমান ৭৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের বুড়িরহাট ট্রলারঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বুড়িরহাট ট্রলারঘাটের সেনের খালের কালভার্টের নিচে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের মরদেহ ভাসমান দেখে নলছিটি থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তার পরিচয় শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন: বিসিএস(৪৫তম) লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ