24 C
আবহাওয়া
৪:৩৮ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » হাটহাজারীতে রং মিশিয়ে মাছ বিক্রি, লাখ টাকা জরিমানা

হাটহাজারীতে রং মিশিয়ে মাছ বিক্রি, লাখ টাকা জরিমানা

হাটহাজারীতে রং মিশিয়ে মাছ বিক্রি, লাখ টাকা জরিমানা

বিএনএ, হাটহাজারী( চট্টগ্রাম ) :  মাছে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির অভিযোগে হাটহাজারীতে তিন মাছ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। । এছাড়াও আটক করা হয় একজনকে।  রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় মুহুরির হাটের মো. মিজানকে ৩০ হাজার টাকা, গুমান মর্দ্দন বাজারের মো: জাহাঙ্গীরকে ৩০ হাজার টাকা ও চারিয়া মির্জাপুর বাজারের মো: রফিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহিদুল আলম গণমাধ্যমকে  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ  অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তাৎক্ষণিক একজন ব্যবসায়ীকে আটক করা হয়। খাদ্যে ভেজালের বিষয়ে সবার সচেতন হওয়া জরুরি। এ ধরনের কোনো ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিক আমাদের জানানোর অনুরোধ করছি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ