37 C
আবহাওয়া
৮:৪০ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে ৭৩৩ শিক্ষার্থীকে ৬৩ লাখ টাকা বৃত্তি প্রদান

বান্দরবানে ৭৩৩ শিক্ষার্থীকে ৬৩ লাখ টাকা বৃত্তি প্রদান

বৃত্তি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবান : বান্দরবানের ছাত্রছাত্রীদের ঝরে পড়া থেকে রক্ষা করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৭৩৩ জন শিক্ষার্থীর মাঝে ৬৩ লাখ ৪০ হাজার টাকা বৃত্তি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শনিবার(৩ সেপ্টেম্বর) বান্দরবান অরুণ সারকী টাউন হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে বান্দরবান জেলার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর বলেন, তিন পার্বত্য জেলার দরিদ্র অভিভাবকদের সন্তানদের শিক্ষার খরচ চালিয়ে যেতে তাদের অনেক কষ্ট করতে হয়। এমনকি এজন্য অনেক শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অবসানও ঘটে থাকে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি, পাঠ্যবই ও অন্যান্য শিক্ষা উপকরণের খরচ জোগাতে আর্থিক অনুদানের বরাদ্দ রেখেছে। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের এককালীন ৭ হাজার টাকা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নূরুল আলম চৌধুরী, বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, উন্নয়ন বোর্ডের সদস্য মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ