17 C
আবহাওয়া
৮:৩৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » জয়ের জন্য বাংলাদেশের দরকার ১২২ রান

জয়ের জন্য বাংলাদেশের দরকার ১২২ রান

জয়

বিএনএ, স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জেতার জন্য বাংলাদেশের দরকার ১২২ রান। বুধবার (৪ আগস্ট) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১২১ রান তুলে।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তের কথা জানান অসি দলপতি। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ দলকে ব্রেক থ্রু উপহার দিলেন মেহেদি হাসান। তার স্পিনে বিভ্রান্ত হয়ে সাজঘরে অ্যালেক্স ক্যারি। ২.৩ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন অস্ট্রেলিয়ান এ ওপেনার। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও এই অ্যালেক্স ক্যারিকে ইনিংসের প্রথম বলে সাজঘরে ফেরান মেহেদি।

অপর ওপেনার ফিলিপে মোস্তাফিজের বলে বোল্ড আউট হওয়ার আগে ১৪ বলে ১০ রান করেন। শুরুর চাপটা সামলে নেওয়ার চেষ্টা করেন মিচেল মার্শ ও মোয়েজেস হেনরিকেসের জুটি। সাকিবকে সুইপ করতে গিয়ে বোল্ড আউট হন মোয়েজেস হেনরিকেসের। ভেঙ্গে যায় মার্শ ও হেনরিকেসের ৫৭ রানের জুটি। হেনরিকস ২৫ বলের ৩০ রানের ইনিংস খেলেন। আর মার্শকে ক্রিজছাড়া করেন শরিফুল। ৪২ বলে ৪৫ রান করেন মার্শ। তিনিই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোরার। ৭ বলে চার রান করতেই ম্যাথু ওয়েডকে সাজ ঘরের পথ দেখিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন মুস্তাফিজ। এদিন মুস্তাফিজুর রহমান একটু বেশিই আগ্রাসী হয়ে উঠেন সফরকারীদের বিরুদ্ধে। পরের বলেই বিদায় করেন অ্যাশটন অ্যাগারকে। মোস্তাফিজের বাড়তি বাউন্সে ধরা খান অ্যাগার। বল অ্যাগারের গ্লাভসে লেগে গেছে উইকেটকিপার নুরুলের কাছে গেলে সহজেই তা তালুবন্দী করেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১রান তুলে।

বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান তিনটি এবং মেহেদি হাসান, সাকিব আল হাসান, শরিফুল ইসলাম একটি করে উইকেট নেন।

সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ