25 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » শাহ আমানতে ১ কেজি স্বর্ণ উদ্ধার

শাহ আমানতে ১ কেজি স্বর্ণ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা। রোববার (৪ জুন) সকাল আটটার দিকে দরজার কবজার ভিতর ঢুকিয়ে সুকৌশলে স্বর্ণ পাচারের চষ্টা করেছিলেন ওই ব্যক্তি। এসময় ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক যাত্রীর নাম আবদুল করিম সজন। ফেনীর পরশুরাম এলাকার বাসিন্দা তিনি।

জানা গেছে, সকাল ৮টা ১০ মিনিটে ফ্লাই দুবাই এর এফজেড-৫৬৩ নামের ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এ বিমানের যাত্রী ছিলেন আবদুল করিম। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তার ব্যাগ তল্লাশী করে শুল্ক গোয়েন্দা ও এনএসআই সদস্যরা। এসময় দরজার কবজার ভিতরে সুকৌশলে রাখা ১১৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার (২৪ ক্যারেট),৭৪৬ গ্রাম ওজনের ১২ টি লম্বা দণ্ড আকৃতির স্বর্ণ (২৪ ক্যারেট), ১০০ গ্রাম ওজনের চুড়ি (২২ ক্যারেট), তিনটি মোবাইল ফোন ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

কাস্টম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলন, ‘অবৈধভাবে এসব পণ্য এনে বিপুল অংকের শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করছিলেন তিনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

বিএনএনিউজ/এইচ.এম, শিরীন সুলতানা, রেহেনা ইয়াসমিন

Loading


শিরোনাম বিএনএ