31 C
আবহাওয়া
২:৪৭ অপরাহ্ণ - মে ১২, ২০২৪
Bnanews24.com
Home » স্বাভাবিক হলো জরুরি সেবা ৯৯৯

স্বাভাবিক হলো জরুরি সেবা ৯৯৯

স্বাভাবিক হলো জরুরি সেবা ৯৯৯

বিএনএ, ঢাকা : রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের কারণে বিঘ্নিত হওয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম প্রায় ৯ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তর জানায়, বঙ্গবাজারে সংঘঠিত অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাময়িকভাবে বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আগুনের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা সাময়িকভাবে বন্ধ থাকার কথা জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল আহসান গণমাধ্যমকে বলেন, জাতীয় জরুরি সেবার কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা পুলিশ অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯’র পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। প্রথম ৪ ঘণ্টা ব্যাকআপের মাধ্যমে সেবা স্বাভাবিক রাখা সম্ভব হয়। কিন্তু এরপরেও বিদ্যুৎ স্বাভাবিক না হওয়ায় সকাল ১০টার পর থেকেই বিঘ্নিত হয় ৯৯৯-এর কার্যক্রম।

ক্ষয়ক্ষতির সম্পর্কে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, বঙ্গবাজারের ৯০ শতাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ