বিএনএ,স্পোর্টসডেস্ক : পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪১ রান করেছে বাংলাদেশ ।শুক্রবার(৩ সেপ্টেম্বর) শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সিরিজে ১-০তে এগিয়ে আছে মাহমুদউল্লাহ বাহিনী।
টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। শুরুটা দারুন হয় বাংলাদেশের । মোহাম্মদ নাঈম ও লিটন দাশ উদ্বোধনী জুটিতে আসে ৫৯ রান। ৩৩ রান করা লিটন ও তার পরের বলে মুশফিককে ফেরান রাচীন রবীন্দ্র। সাকিব নেমে ১২ রান করে ম্যাকনকির শিকার হয়।
এরপর ব্যাট করতে নেমে নাঈমকে সঙ্গ দেন মাহমুদউল্লাহ । ৩৯ রান করা নাঈমকে আউট করে এই জুটি ভাঙ্গেন রাচিন রবীন্দ্র্র। এই জুটি থেকে আসে ৩৪ রান।
ক্রিজে এসেই দ্রুত রান বাড়ানোর জন্য চেয়েছিলেন আফিফ । বেশিক্ষণ টিকলেন না বাঁহাতি এই ব্যাটসম্যান। এজাজ প্যাটেলের বলে লং অনে কলিন ডি গ্র্যান্ডহোমকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।তার ব্যাট থেকে আসে ৩ বলে ৩ রান।
শেষে রানের গতি বাড়ান মাহমুদল্লাহ ও সোহান। ইনিংসের শেষ বলে হামিশ বেনেটকে ছক্কা মারতে গিয়ে আউট হন সোহান। ৯ বলে এই কিপার-ব্যাটসম্যান করেন ১৩ রান। ৩২ বলে ৫ চারে ৩৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৬ (নাঈম ৩৯, লিটন ৩৩, মাহমুদউল্লাহ ৩৭*, প্যাটেল ৪-০-২০-১, ম্যাকনকি ৪-০-২৪-১, বেনেট ৪-০-৩২-১, রাচিন ৪-০-২২-৩, ) ।
বিএনএ/এমএম