14 C
আবহাওয়া
৮:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ প্রতিষ্ঠানে সাইবার হামলা

যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ প্রতিষ্ঠানে সাইবার হামলা

যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ প্রতিষ্ঠানে সাইবার হামলা

বিএনএ,ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রায় ২০০টি প্রতিষ্ঠানে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। হানট্রেস ল্যাব জানায়, স্থানীয় সময় শুক্রবার (২ জুলাই) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। ফ্লোরিডা ভিত্তিক আইটি কোম্পানি কাসেয়াকে লক্ষ্য করে হ্যাকাররা এই হামলা চালায়। এর আগে তারা ক্যাসেয়ার সফটওয়ার ব্যবহার করা করপোরেট নেটওয়ার্কগুলোতে হামলা চালায়। তারা এ ঘটনার তদন্ত করছে বলে জানায় হানট্রেস ল্যাব।

এমন এক সময় এই হামলার ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্র যখন সপ্তাহব্যাপী স্বাধীনতা দিবস উদযাপনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো সংস্থা এই হামলার ঘটনার তদন্ত করছে।

আইটি কোম্পানি কাসেয়া জানিয়েছে, হামলায় তাদের এমন একটি অ্যাপ ক্ষতিগ্রস্ত হয়েছে যা দিয়ে করপোরেট সার্ভার, ডেস্কটপ কম্পিউটার এবং নেটয়ার্ক পরিচালিত হয়। গ্রাহকদের মধ্যে যারা ভিএসএ টুল ব্যবহার করেন তাদের দ্রুত তাদের সার্ভার বন্ধের আহ্বান জানিয়েছে তারা। বিশ্বের ১০টি দেশে ১০ হাজারের বেশি ব্যবহারকারী রয়েছে তাদের।

কাসেয়া জানিয়েছে, খুব ‘অল্প সংখ্যক’ কোম্পানি হামলার শিকার হয়েছে। তবে তারা নিশ্চিত নয় ঠিক কতগুলো কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও হানট্রেস ল্যাব জানিয়েছে, এই সংখ্যা প্রায় ২০০টি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ