30 C
আবহাওয়া
৬:০০ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে ঈদ জামাতে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫

ধামরাইয়ে ঈদ জামাতে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫

ধামরাইয়ে ঈদ জামাতে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫

বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে ঈদের জামাতে মোনাজাত শেষ করা নিয়ে তর্কের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত ৬-৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩ মে) সকাল নয়টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের বিলকুশনাই দক্ষিণ পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাজিব, নাহিদ, জয়নাল, মামুন, কামরুল, রজু মোল্লা, এনায়েত, আনোয়ারসহ আরো ৬-৭ জন। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

যাদবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, বৃষ্টির কারণে মসজিদে জায়গা হচ্ছিলো না। তখন অনেকেই দুইটা জামাত করার কথা বলে প্রথম জামাত দ্রুত শেষ করতে বলে। এতে আরেক গ্রুপ বাধা দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ৭-৮ জন করে অন্তত ১৫-১৬ জন আহত হয়। আমি পরে খবর পেয়ে সেখানে গিয়ে জানতে পারি সবাইকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে গিয়ে শুনি সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় সাহা বলেন, মারামারির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ঈদ জামাতকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। দুই পক্ষ আইনগত ব্যবস্থা নেবেন বলে জানতে পেরেছি।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ