29 C
আবহাওয়া
১০:০৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কানাডায় লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

কানাডায় লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ


বিএনএ, বিশ্ব ডেস্ক : করোনার ভয়াবহ সংক্রমণের কারণে টানা দুই বছর ধরে গৃহবন্দি থেকে বাঁচতে সরকারের কঠোর স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে শনিবার মন্ট্রিলের অলিম্পিক স্টেডিয়ামে কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ সমাবেশ করেছেন।

সমাবেশের শুরুতে কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করে। সমাবেশে মাস্ক, কারফিউ ও হেলথ পাসপোর্টের বিরুদ্ধে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা বলেন, নো মোর কারফিউ, নো মোর লকডাউন- উই ওয়ান্ট ফ্রিডম’। এ সময় সেখানে প্রচুরসংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে— সমাবেশে প্রায় ৩০ হাজার বিক্ষোভকারী অংশ নেন।

এই সমাবেশকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ‘খুবই হতাশাজনক’ বলে উল্লেখ করেছেন।

কুইবেকে সম্প্রতি অনুষ্ঠিত যে কোনো সমাবেশের চেয়ে এটি ছিল সবচেয়ে বড় গণজমায়েত। বিক্ষোভকারীদের অধিকাংশেরই মুখে মাস্ক ছিল না। সামাজিক দূরত্ব মানারও কোলো লক্ষণ ছিল না।

সমাবেশের আয়োজকরা করোনা প্রতিরোধে নেওয়া স্বাস্থ্যবিধি বাতিলের দাবি জানান।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ