35 C
আবহাওয়া
৯:০১ অপরাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পুড়ানো হলো গাড়ি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পুড়ানো হলো গাড়ি


বিএনএ, বিশ্বডেস্ক : কয়েক দিনের ব্যবধানে দফায় দফায় বেড়েছে জ্বালানি তেলের দাম। ভারতে অভিনবভাবে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ করলেন ডায়মন্ড হারবার লোকসভার সাতগাছিয়া বিধানসভার নোদাখালির তৃণমূলের নেতা-কর্মীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি গাড়িতে। যদিও গাড়িটি দলেরই এক কর্মীর। প্রতিবাদ করতেই ব্যবহার করা হয়েছে গাড়িটি।

তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রবিবার ক্ষোভ প্রকাশ করেন নোদাখালির তৃণমূলের নেতা-কর্মীরা। এদিন বজবজ ২ নং পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি বুচান বন্দোপাধ্যায়ের নেতৃত্বে নোদাখালিতে দলীয় কার্যালয়ের পাশে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।

সেখানেই মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। কেন্দ্রের বিরুদ্ধে ওঠে স্লোগান। ঝাঁটা হাতে বিক্ষোভে শামিল হন মহিলারা। অভিনব প্রতিবাদ স্বরূপ কার্যালয়ের পাশের মাঠে জ্বালিয়ে দেওয়া হয় একটি মারুতি গাড়ি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ