17 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » চমেক হাসপাতালের টয়লেটে মিলল নবজাতক!

চমেক হাসপাতালের টয়লেটে মিলল নবজাতক!

চট্টগ্রামে আরও একজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত

বিএনএ ডেস্ক, ঢাকা: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন একজন নার্স। তাকে কে কখন ওই টয়লেটে ফেলে গেছে তা জানা যায়নি।

মঙ্গলবার (২ নভেম্বর) ভোর ৫টার দিকে ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারের (ওএসইসি) টয়লেট থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

ইমারজেন্সি ইউনিটের দায়িত্বরত অনারারি মেডিকেল অফিসার ডা. রায়হান চৌধুরী বলেন, একজন নার্স ওই নবজাতককে টয়লেটে দেখতে পেয়ে নিয়ে আসেন। পরে শিশুটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে।

তিনি বলেন, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাকে সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটির বাবা-মায়ের পরিচয় পাওয়া যায়নি। যদি তার কোনো স্বজন না পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ