24 C
আবহাওয়া
১০:৫৩ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » ৬ হাজার রান ও ৪০০ উইকেটের ‘ক্লাবে’ সাকিব

৬ হাজার রান ও ৪০০ উইকেটের ‘ক্লাবে’ সাকিব

আইসিসির সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় তিন নম্বরে সাকিব

বিএনএ, স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে ৬ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) দুবাই ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ‘বি’ গ্রুপে ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২২ বলে ২৪ রান করে টি-টোয়েন্টিতে ৬ হাজার রান পূর্ণ করেন সাকিব। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এই নজির গড়েন তিনি।

সাকিবের আগে টি-টোয়েন্টিতে ৬ হাজার রান করেছেন তামিম ইকবাল। ২৩৮ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ-সেঞ্চুরিতে ৬৮৮৬ রান আছে তামিমের।

আর ৩৬৯তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করে ৬০০৬ রান সাকিবের। ব্যাট হাতে ২৩টি হাফ-সেঞ্চুরি আছে তার।

বৃহস্পতিবারের ম্যাচে বল হাতে নেওয়ার আগেই ৪১৯ উইকেট তাঁর। টি-টোয়েন্টিতে এত দিন ৬ হাজার রান ও ৪০০ উইকেটের ‘ডাবল’ ছিল শুধুই ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ