33 C
আবহাওয়া
১১:৩৩ পূর্বাহ্ণ - এপ্রিল ৩, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১৮৩ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৫৮৩ জনে পৌঁছেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের বর্বর হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হতে যাচ্ছে ৭ এপ্রিল বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির টেলিকনফারেন্স আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে নিহত ২ বিমসটেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু  চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ১৪ মে কালুরঘাটে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন: ফারুক-ই-আজ সাতকানিয়ায় সাবেক ইউপি সদস্যের উপর হামলা করে অর্থ লুট