বিএনএ: ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’ এই প্রতিপাদ্য সামনে রেখে আজ জাতীয় ভোটার দিবস পালন করছে নির্বাচন কমিশন। সারা দেশে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশ করা হবে। এতে ৫৮ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছেন, যারা আগামী সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী নতুন ভোটার যুক্ত হয়েছেন ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন। বাতিল ভোটারের সংখ্যা ২২ লাখ ৯ হাজার ১২৯। সব মিলিয়ে ভোটার বেড়েছে ৫৭ লাখ ৭৪ হাজার ১৪৮ জন।
খসড়া অনুযায়ী ভোটার তালিকায় বড় পরিবর্তন আসবে কি না, জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, খসড়া থেকে খুব বেশি পরিবর্তন হবে না। সর্বোচ্চ ৫০০ থেকে ৭০০-এর কমবেশি হতে পারে।
নির্বাচনী পদক পাচ্ছেন যারা
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সফলভাবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করায় ‘জাতীয় নির্বাচনী পদক’ পাচ্ছেন মো. শাহেদুন্নবী চৌধুরী। এছাড়া ছাদবাগান করে পরিবেশবান্ধব কার্যালয় গড়তে অবদান রাখায় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। প্রান্তিক পর্যায়ের নারীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণে বগুড়ার কাহালু উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি পাচ্ছেন নির্বাচনী পদক।
বিএনএনিউজ/এ আর