27 C
আবহাওয়া
১১:০০ অপরাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » এনআইডি সংশোধনে ভোগান্তি হ্রাসের দাবি

এনআইডি সংশোধনে ভোগান্তি হ্রাসের দাবি

চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় ভোটার দিবসের সভা উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে আলোচনা সভা হয়

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় ভোটার দিবসের সভায় বক্তারা এনআইডি সংশোধনে ভোগান্তি কমানোর জোর দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে ভুল সংশোধনে একটি হেল্প ডেস্ক চালু করতে হবে।

বুধবার(২মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রূদ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, ওসি তদন্ত সুজন কুমার দে, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, উপজেলা নির্বাচন অফিসার আবু তালেব মণ্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিম শরীফ, নলুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিমা আবছার চৌধুরী।

সভায় বক্তারা আরও বলেন, জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনে ভোগান্তির কথা মানুষের মুখে মুখে। পরিচয়পত্র সংশোধনের বিষয়টি সহজীকরণ করতে হবে।  এছাড়া ইট প্রস্তুতের মৌসুমে উপজেলার বিভিন্ন ইটভাটাতে রোহিঙ্গারা শ্রমিক হিসেবে কাজ করছে। তাদের অনেকে নানা-কৌশলে ভোটার হওয়ার পাঁয়তারা করছে। ইতোপূর্বে এভাবে অনেকেই ভোটার হয়েছে। এসব বিষয়ে সজাগ থাকতে হবে।

এদিকে দিবসটি উপলক্ষে এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসএমএনকে,এসজিএন

Total Viewed and Shared : 16 


শিরোনাম বিএনএ