টেরিবাজারস্থ আফগান স্টোরের মালিক মরহুম রহিম বক্স খান এর ছোট ভাই ঘাটফরহাদবেগ নিবাসী মরহুম আবদুল কাইয়ুম খানের প্রথম পুত্র মোহাম্মদ নাছির খান(৬৫) মঙ্গলবার(৩১ আগস্ট) রাত ৮টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না..রাজিউন)।
আজ বুধবার(১সেপ্টেম্বর) বাদ জোহর মরহুমের বাড়ি সংলগ্ন এয়াকুব আলী মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানে কবর স্থানে দাফন করা হবে বলে মরহুমের ছোটভাই কায়সার খান জানান।
বিএনএনিউজ২৪, জিএন