34 C
আবহাওয়া
১০:১৫ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » দেশে করোনায় আরো ৬০ জনের মৃত্যু

দেশে করোনায় আরো ৬০ জনের মৃত্যু

করোনা ভাইরাস

বিএনএ, ঢাকা:  বাংলাদেশে করোনায় মৃত্যু ও শনাক্তের হার কমতে শুরু করেছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার(১মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরো ৬০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১হাজার ৫১০জন।

শনিবার(১মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে ১৫হাজার১১৭জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১৪৫২জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা মোট ৭লাখ৬০হাজার ৫৮৪জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৪৫ জন করোনা রোগী।এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৪ হাজার ৬৭১ জন।

এর আগে গত ১৯ এপ্রিল ১১২ জনের সর্বোচ্চ মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এটি দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। এর আগে গত ১৬ ও ১৭ এপ্রিল করোনায় ১০১ জন করে মারা যান। আর ১৮ এপ্রিল করোনায় মারা যান ১০২ জন।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ