38 C
আবহাওয়া
৩:৫৬ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ফোরএইচ গ্রুপের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক আহত

ফোরএইচ গ্রুপের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক আহত

ফোরএইচ গ্রুপের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক আহত

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ফোরএইচ গ্রুপের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক আহত হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরের বায়েজিদ থানার বালুচড়া এলাকায় এ ঘটনা ঘটে।এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

গুরুতর আহতরা হলেন-বরগুনা জেলার মাঠবাড়িয়া এলাকার আব্দুস সত্তারের ছেলে আবুল কালাম (৪০) এবং মো. সুমন (২৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‌‌দুপুরের দিকে ফোর এইচ গ্রুপের নির্মাণাধীন গার্মেন্টস বিল্ডিং ধসে পড়ে। এই ঘটনায় অনেকেই আহত হয়। এরমধ্যে দুজনের অবস্থা গুরুতর। এদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বায়েজিদ স্টেশন অফিসার তানভীর হোসেন জানান, ফোরএইচ গ্রুপের নির্মাণাধীন ১ তলা ভবনের ছাদ সেন্টারিং ভেঙে ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নির্মাণাধীন ওই ভবনের ছাদ ধসে পড়ায় দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, দুপুরে আহতাবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন তিনি।

বিএনএ/আমিন

Loading


শিরোনাম বিএনএ