29 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কৃষ্ণচূড়া ফুলে ছেয়ে গেছে রাঙ্গাদিয়া সড়ক

কৃষ্ণচূড়া ফুলে ছেয়ে গেছে রাঙ্গাদিয়া সড়ক

কৃষ্ণচূড়া ফুলে ছেয়ে গেছে রাঙ্গাদিয়া সড়

বিএনএ, আনোয়ারা(চট্টগ্রাম): প্রকৃতি অপরূপ লাল টুকটুকে কৃষ্ণচূড়ার ফুলের সাজে সাজিয়ে তুলেছে চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় সিইউএফএল রাঙ্গাদিয়া সড়ক। লাল কৃষ্ণচূড়ার সুবাস ও সৌন্দর্যের মুখরিত দর্শনার্থীদের নতুন আকর্ষণ। আনোয়ারা ছাড়াও নগর বন্দর পেরিয়ে একটি সেলফির জন্য ছুটে আসছে ছবি ও ভ্রমণ পিপাসুরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত রাষ্ট্রীয় সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সড়কের পৌণে এক কিলোমিটার জুড়ে একপাশে বেড়ে ওঠা কৃষ্ণচূড়া ফুল। সন্ধ্যা হলেই সকল শ্রেণি ভ্রমণ পিপাসুরা মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজি(অটোরিকশা) করে আসতেছে, লাল কৃষ্ণচূড়ার ফুলের সৌন্দর্য মুগ্ধ হয়ে তুলছে সেলফি।

বাঙালির কবিতা, সাহিত্য, গান ও বিভিন্ন উপমায় কৃষ্ণচূড়া ফুলের কথা নানা ভঙ্গিমায় এসেছে। শোভা বর্ধনকারী এ বৃক্ষটি দেশের গ্রাম-বাংলার পাশাপাশি এখনও তার নড়বড়ে অস্তিত্ব নিয়ে কোনোক্রমে টিকে আছে শহরের পথে-প্রান্তরে।

কৃষ্ণচূড়ার আদিনিবাস পূর্ব আফ্রিকার মাদাস্কার। বিদেশ থেকে আমদানিকৃত এই ফুল যেন এখন বাঙালির ঐতিহ্যেরই একটা অংশ হয়ে গিয়েছে সবার অজান্তেই। এদেশে এসে পরিচিত হয়েছে নতুন নামে। অনেকেই মনে করেন যে, রাধা ও কৃষ্ণের নাম মিলিয়ে এই ফুলের নাম হয়েছে কৃষ্ণচূড়া। এর সবচেয়ে বড় খ্যাতি হচ্ছে মোহনীয় রক্তিম আভা। সবুজের বুক চিরে বের হয়ে আসা লাল ফুল এতোটাই মোহনীয় যে, পথচারীরাও থমকে দাঁড়াতে বাধ্য হোন।

প্রকৃতিকে রক্তিমতায় মাতিয়ে রাখা এই বৃক্ষের উচ্চতা তেমন একটা বেশি হয়না। সর্বোচ্চ ১২ মিটার পর্যন্ত উপরে উঠলেও তার শাখা প্রশাখা বিশাল এলাকাজুড়ে বিস্তৃত থাকে। পুরো গ্রীষ্ম জুড়ে প্রকৃতিকে মাতিয়ে রাখলেও অন্যান্য সময়গুলোতে এই বৃক্ষের উপস্থিতি খুব একটা চোখে পড়েনা। অনেকটা আড়ালেই থেকে যায় বাকিটা সময়। এপ্রিলে গ্রীষ্মের শুরুর সাথে সাথেই প্রকৃতির সবুজ পিছনে ফেলে বেরিয়ে আসতে থাকে লাল রঙের কৃষ্ণচূড়া ফুল। মানুষের দৃষ্টিগোচর হতে থাকে তার সৌন্দর্য। তখন আর আলাদা করে তার খোঁজ নেওয়ার দরকার হয়না।প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়ে রঙিন করে তুলেছে।

রিসিতা শৈয়বাল নামে এক দর্শনার্থী বলেন, বেশ কয়েক সপ্তাহ করে সিইউএফএল রাঙ্গাদিয়া লাল কৃষ্ণচূড়ার ফুলের সৌন্দর্য সমাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া জাগে। নিজের চোখে কৃষ্ণচূড়ার ফুলের সৌন্দর্য দেখতে আসলাম। খুব সুন্দর একটা স্থান। দারুণ একটা সময় কেটেছে ভালই লাগছে।

বিএনএ/এনামুল হক নাবিদ, ওজি 

Loading


শিরোনাম বিএনএ