30 C
আবহাওয়া
২:০১ পূর্বাহ্ণ - মে ২৯, ২০২৪
Bnanews24.com
Home » খৈয়াছড়ার দুর্গম পাহাড় থেকে ৬ পর্যটক উদ্ধার

খৈয়াছড়ার দুর্গম পাহাড় থেকে ৬ পর্যটক উদ্ধার


বিএনএ, মিরসরাই : মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণার দুর্গম পাহাড়ি এলাকা থেকে ৬ পর্যটককে উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ সহায়তায় তাদের বৃহস্পতিবার ( ২৭ এপ্রিল)  রাত ৯টায় উদ্ধার করা হয়েছে।

এর আগে পাহাড়ে ঘুরতে গিয়ে তারা পথ হারিয়ে ফেলেন।

উদ্ধার হওয়া পর্যটকরা হলেন- ঢাকার মীরপুর থানার শেওরাপাড়ার মোতালেব হোসেনের পুত্র মোঃ আল-আমিন (১৮), আমির হোসেনের পুত্র  মুশকিল আহমেদ শুভ্র (১৭),  আব্দুর রাজ্জাকের পুত্র ওমর ফারুক শাহআলীবাগ ধান ক্ষেত মোড় এলাকার মহিউদ্দিনের ছেলে নাঈম আহমদ তামিম (২০), কাপুর থানার পশ্চিম শেওরাপাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে তানভীর হাসান (২০), মিরপুর-১ শাহআলীবাগ ধানক্ষেত মোড় এলাকার  শামছুদ্দিন ব্যাপারির ছেলে আনিছুর রহমান অণিক(১৮)।

তারা বিকালে মিরসরাই উপজেলার খৈয়াছড়া পাহাড়ি ঝরনায় ঘুরতে জান। পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে গহীন পাহাড়ী জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। এদিকে সূর্য অস্ত যাওয়ায় সন্ধ্যা ঘনিয়ে আসে অন্ধকারে ডুবে যায় সব। ভয়ে পথহারা ৬ পর্যটক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে উদ্ধার সহায়তা চায়। সেই সূত্রে মিরসরাই থানা পুলিশ রাত ৯টার তাদের গহীন পাহাড়ী এলাকা থেকে উদ্ধার করে ঢাকায় ফিরতে সহায়তা করে।

মিরসরাই থানা ডিউটি অফিসার এএসআই সুমন জানান, মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন এর নেতৃত্বে এসআই মাহফুজ, জয়নাল সহ পুলিশের একটি টিম তাদের উদ্ধার করতে সক্ষম হয়।

বিএনএনিউজ/ আশরাফ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ