33 C
আবহাওয়া
১২:২১ অপরাহ্ণ - জুলাই ২৭, ২০২৪
Bnanews24.com
Home » উদ্বেগ-শঙ্কা নিয়ে দক্ষিণ চট্টগ্রামের চার উপজেলায় ভোট

উদ্বেগ-শঙ্কা নিয়ে দক্ষিণ চট্টগ্রামের চার উপজেলায় ভোট


বিএনএ, চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গত দুই বারের নির্বাচন অনেকটা  প্রতিদ্বন্দ্বীতাহীন হলেও নানা কারণে এবারের নির্বাচনে হাড্ডা হাড্ডি দ্বিমুখী লড়াইয়ের আবাস পাওয়া যাচ্ছে। লড়াইয়ের নির্বাচনে উদ্বেগ-শঙ্কা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলার  চার উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন সুষ্ঠু করতে ইতি মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। রাত পোহালেই আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া ও চন্দনাইশে ভোট দিতে ছুটবেন ভোটাররা।

এদিকে দেখা যাচ্ছে আনোয়ারা উপজেলায় সাবেক ভূমিমন্ত্রী স্থানীয় সংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও বর্তমান অর্থপ্রতিন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির প্রেস্টিজ ইস্যু হয়ে দাড়িয়েছে। ফলে এই উপজেলায় দ্বিমুখী লড়াইয়ে শঙ্কা দেখা দিয়েছে। দেখা দিয়েছে ভোট নিয়ে নানা হিসাব নিকাশ। ফলে এই ধাপের নির্বাচন নিয়ে  সকলের চোখ এখন এই উপজেলায়। এছাড়াও বাকী তিন উপজেলায় দ্বিমুখী ও ত্রিমুখী লড়াই হবে জানান সাধারণ ভোটাররা। সব মিলিয়ে চার উপজেলায় ভোটে সংঘাতের আবাস পাওয়া যাচ্ছে।

চট্টগ্রাম নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে চট্টগ্রামের এ ৪ উপজেলার ৯ লাখ ৬৯ হাজার ৬০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চার উপজেলা সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪ জন জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। ৩১ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন তারা।

স্থানীয় নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বোয়ালখালীতে মোট ৮৬টি কেন্দ্রে পটিয়ার ২ লাখ ১০ হাজার ৩৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ব্যালটের মাধ্যমে। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৫৭৭ জন এবং নারী ভোটার ৯৯ হাজার ৭৬৩ জন।

আনোয়ারায় মোট ৭৪টি কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ব্যালটের মাধ্যমে। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৮৮৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৯ হাজার ২২১ জন।

পটিয়ায় মোট ১২৮টি কেন্দ্রে পটিয়ার ৩ লাখ ৩৪ হাজার ৫৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ব্যালটের মাধ্যমে। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ৭৩৮ জন, নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮০৬ জন।

চন্দনাইশে মোট ৬৮টি কেন্দ্রে ১ লাখ ৯১ হাজার ৬০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ব্যালটের মাধ্যমে। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১ হাজার ৫৫১ জন এবং নারী ভোটার ৯০ হাজার ৫৬ জন। চার উপজেলার ৩৫৬ ভোট কেন্দ্রের ২ হাজার ৩৫৭ বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

এদিকে মঙ্গলবার (২৮ মে) সকালে নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। তবে দুর্গম কেন্দ্রগুলো ছাড়া সব ভোটকেন্দ্রে ব্যালট পাঠানো হবে ভোটের দিন সকালে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে রিটানিং কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি রয়েছে। আমরা সুষ্ঠুভাবে নির্ববাচন শেষ করতে পারবো।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪ জন জুডিশিয়াল ম্যজিস্ট্রেট কাজ করছে। এছাড়া প্রতিটি গুরুতপূর্ণ কেন্দ্রে ৬ জন এবং সাধারণ কেন্দ্রে ৫ জন পুলিশ মোতায়েন রয়েছে। কেন্দ্রে বুথের সংখ্যার অনুপাতে সর্বনিম্ন ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে।

বিএনএনিউজ/নাবিদ/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ