27 C
আবহাওয়া
৮:৩৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » দুই কলম লিখতে অনেক ডিগ্রিধারীর কলম ভেঙে যায়: শিক্ষা উপমন্ত্রী

দুই কলম লিখতে অনেক ডিগ্রিধারীর কলম ভেঙে যায়: শিক্ষা উপমন্ত্রী

দুই কলম লিখতে অনেক ডিগ্রিধারীর কলম ভেঙে যায়: শিক্ষা উপমন্ত্রী

বিএনএ ডেস্ক: অনেক ডিগ্রিধারী আছেন দু’কলম লিখতে পারেন না। দু’কলম লিখতে দিলে কলম ভেঙে যায়। এজন্য চাকরি পেতে নিজেদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (২৭ মার্চ) সকালে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

উপমন্ত্রী বলেন, প্রায়োগিক দক্ষতার ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি রয়েছে। উচ্চশিক্ষা গ্রহণের পরও  যোগাযোগ দক্ষতায় ঘাটতি থাকে। বাংলা ভাষাতেই আমাদের অনেক কষ্ট হয় ইংরেজি তো অনেক দূরের কথা। চাকরিসহ সফলতা অর্জনে নিজের মনোজগতে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনতে হলে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন সবাইকে ধারণ করার পরামর্শ দেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষিভিত্তিক অর্থনীতি থেকে এখন শিল্পায়নের দিকে যাচ্ছে। শিল্পনির্ভর অর্থনীতিতে প্রায় ১ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ দিতে হয় বিদেশি চাকুরিজীবীদের। এখন আমাদের আত্মসমালোচনা করা জরুরি। সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিতে যারা আছেন তারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কর্মদাতা হিসেবে তারা কেন বিদেশ থেকে দক্ষ ম্যানেজার, দক্ষ টেকনিশিয়ান, দক্ষ ব্যবস্থাপক আনেন। আমাদের সন্তানেরা কেন এসব জায়গায় কাজ করতে পারছেন না? এটা শিক্ষার্থীদেরও উপলব্ধি করতে হবে। কারণ কর্মদাতারা এখন সার্টিফিকেট নয় কর্মদক্ষতা দেখে চাকরি দিতে আগ্রহী।

ব্যারিস্টার নওফেল বলেন, সরকারি-বেসরকারি মিলে ৫০ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা নিচ্ছেন। আমাদের অর্থনীতিতে চাহিদামাফিক উচ্চশিক্ষিতদের জন্য কর্ম সৃষ্টি হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রেও একসাথে এত কর্ম সৃষ্টি হয় না। উপমন্ত্রী বলেন, এ যুগে সার্টিফিকেট অর্জনের পাশাপাশি কাজের দক্ষতা অর্জনেও জোর দিতে হবে।

সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন ১০ জন, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ৩৯ জন, ডিন অ্যাওয়ার্ড ৩৮ জন এবং গ্রাজুয়েট একাডেমিক এক্সিলেন্স অর্জন করেন ৯ জন শিক্ষার্থী। বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মোট ৭ হাজার ৮৫৩ শিক্ষার্থীকে ডিগ্রি দেয়া হয়।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ