29 C
আবহাওয়া
৩:১৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » দীঘিনালায় বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

দীঘিনালায় বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন


বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রিজ ভেঙে কাঠবোঝাই ট্রাকসহ তিনটি গাড়ি খালে পড়ে গেছে। ব্রিজ ভেঙে যাওয়ায় রাঙ্গামাটির লংগদু উপজেলার সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে দীঘিনালা-লংগদু সড়কের পুরাতন বাজার চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আটজন আহত হয়। তাদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে লংগদুর দিক থেকে কাঠবোঝাই দুইটি ট্রাক দীঘিনালার দিকে যাচ্ছিল। একসঙ্গে দু’টি কাঠের গাড়ি ব্রিজ অতিক্রম করার সময় পাটাতন ভেঙে গিয়ে খালে পড়ে যায়। এ সময় ট্রাকের পেছনে থাকা যাত্রীবাহী থ্রি-হুইলারটির পড়ে গিয়ে আটজন আহত হয়।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ