27 C
আবহাওয়া
৭:৪৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বৃহস্পতিবার বহদ্দারহাট টার্মিনালে ২ ঘণ্টা বন্ধ থাকবে বাস চলাচল

বৃহস্পতিবার বহদ্দারহাট টার্মিনালে ২ ঘণ্টা বন্ধ থাকবে বাস চলাচল


বিএনএ, চট্টগ্রাম : বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কোনো বাস চলবে না। টার্মিনালটি সংষ্কারের দাবিতে এ কর্মবিরতির ডাক দিয়েছে দক্ষিণ চট্টগ্রাম রুটের শ্রমিক সংগঠনগুলো। বুধবার (২৪ মে) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসার সই করা এক বিবৃতিতে বলা হয়, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছে টার্মিনাল সংস্কারের দাবিতে অনেকবার আবেদন জানানো হলেও এতে তারা কর্ণপাত করেনি। তাই বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন।’

মুসা বলেন, ‘আমরা সেই সময়ে একই দাবিতে বহদ্দারহাট বাস টার্মিনালে মানববন্ধন করব। কর্মসূচি চলাকালীন চট্টগ্রাম ও কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান এবং চট্টগ্রাম শহরের থেকে দক্ষিণ চট্টগ্রামের ৭টি উপজেলা সড়কে বাস ও অন্যান্য গণপরিবহন চলাচল করবে না।’

চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোবারক হোসেন বলেন, ‘নিয়মিত ইজারার টাকা আদায় করলেও সিডিএ টার্মিনালে কোনো আলোক ব্যবস্থা ও নিরাপত্তা প্রহরী রাখেনি।’

মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকবে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস ওয়ার্কার্স ইউনিয়ন (কাপ্তাই), চট্টগ্রাম পশ্চিম পটিয়া আনোয়ারা বাঁশখালী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম পটিয়া আনোয়ারা বাঁশখালী সাতকানিয়া চকরিয়া সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন ও বান্দরবান কেরানীহাট চট্টগ্রাম শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) সভাপতি ও শ্রমিক নেতা বাবু মৃণাল চৌধুরী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ