24 C
আবহাওয়া
১০:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১০, ২০২৫
Bnanews24.com
Home » নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৩৮

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৩৮


বিএনএ, বিশ্বডেস্ক:নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সংবাদমাধ্যম  টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। সেই সময় ট্যাঙ্কার বিস্ফোরণ হয়।  স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে কাচা-আগাই সড়কে এই দুর্ঘটনা ঘটে ।

নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও সাংবাদিকদের বলেন, বেশিরভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।

প্রসঙ্গত,নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা ঘটে। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং ত্রুুটিপূর্ণ যানবাহনের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ