27 C
আবহাওয়া
৭:০৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » হজ পালনে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু

হজ পালনে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু

হজ পালনে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু

বিএনএ ডেস্ক: পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন-বিউটি বেগম (৪৭) ও মো. আব্দুল জলিল খান (৬২)। চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি মারা গেছেন।

ধর্ম মন্ত্রণালয় জানায়, ঢাকার বাসিন্দা বিউটি বেগমের হজ আইডি নম্বর ০৮০১০৬৩ এবং পাসপোর্ট নম্বর ইএ০০০৯৫৮৪।

রংপুরের পীরগাছার বাসিন্দা মো. আব্দুল জলিল খানের হজ আইডি নম্বর ০৬৪৬০৮১ এবং পাসপোর্ট নম্বর বিএক্স০৫৫২৬১৪।

ধর্ম মন্ত্রণালয় জানায়, গত মঙ্গলবার তাদের মৃত্যু হয়। তবে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি তারা।

এর আগে গত শুক্রবার মারা যান মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও মোসাম্মৎ রামুজা বেগম (৫৪)। এছাড়া ১৬ জুন সৌদি আরবে মারা যান নুরুল আমিন (৬৪) এবং ১১ জুন মারা যান মো. জাহাঙ্গীর কবির।

এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ পালন করবেন।

বিএনএ/ আর

Loading


শিরোনাম বিএনএ