24 C
আবহাওয়া
১:২৭ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » আইমারেস্ট রিকগনাইজড স্পিকারের মর্যাদা অর্জন ড. সাজিদের

আইমারেস্ট রিকগনাইজড স্পিকারের মর্যাদা অর্জন ড. সাজিদের

আইমারেস্ট রিকগনাইজড স্পিকারের মর্যাদা অর্জন ড. সাজিদের

বিএনএ,চট্টগ্রাম: বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট, চার্টার্ড মেরিন ইঞ্জিনিয়ার ও নৌ-গবেষক ড. সাজিদ হোসেন লন্ডনের ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং, সাইন্স অ্যান্ড টেকনোলজির (আইমারেস্ট) রিকগনাইজড স্পিকারের মর্যাদা অর্জন করেছেন।

গত সোমবার (১৪ ডিসেম্বর) আইমারেস্টের সিনিয়র পলিসি ম্যানেজার ‘মারিয়া কুবুরা’স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে বিষয়টি জানানো হয়।

জানা যায়, আইমারেস্টের যে সব সদস্য উচ্চমানের উপস্থাপনা দক্ষতা এবং কারিগরি বিষয় দর্শক-শ্রোতার সামনে সহজভাবে পৌঁছে দেওয়ার সামর্থ্য রাখে, তাদেরই দেওয়া হয় এ বিশেষ মর্যাদা।

উল্লেখ, ড. সাজিদ হোসেন বাংলাদেশ, যুক্তরাজ্য, সুইডেন, জাপান, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় বিভিন্ন সেমিনারে এ পর্যন্ত ৩০টি গবেষণাপত্র উপস্থাপনা করেছেন। তিনি আইমারেস্ট লন্ডনের একজন ট্রাস্টি, ফেলো এবং কাউন্সিল মেম্বার।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ