21 C
আবহাওয়া
১২:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৯, ২০২৩
Bnanews24.com
Home » করোনামুক্ত হলেন শিক্ষামন্ত্রী

করোনামুক্ত হলেন শিক্ষামন্ত্রী

দীপুমনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনামুক্ত হয়েছেন। রবিবার (২০ ডিসেম্বর) মন্ত্রীর দ্বিতীয়বার করোনার স্যাম্পল টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।

এর আগে, গত ৬ ডিসেম্বর রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। এরপর থেকে আইসোলেশনে চলে যান তিনি। সরকারি বাসভবনে থেকে চিকিৎসা নেন তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান । এরপর একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ লাভ করেন।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ