বিএনএ, ময়মনসিংহ: সাফ জয়ী ময়মনসিংহের ৮ নারী ফুটবালারের পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা পুরস্কার দিবে জেলা প্রশাসন। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এই ঘোষণা দিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বিকেলে ধোবাউড়ায় গিয়ে ৮নারী ফুটবলারের পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হবে।একইসঙ্গে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
৮জনই হলেন সদ্য সাফ জয়ী টিমের সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামছুন্নাহার সিনিয়র, তহুরা আক্তার, সাজেদা আক্তার ও শামছুন্নাহার জুনিয়র।
এদিকে, ফুটবলারদের দেশে আসার খবরে আনন্দের বন্যা বইছে ধোবাউড়ায়। অধীর আগ্রহে পরিবারের সদস্য ও এলাকাবাসী সানজিদা, মারিয়াদের বরণ করার অপেক্ষায় আছেন।
বিএনএ/হামিমুর, এমএফ
Total Viewed and Shared : 16