27 C
আবহাওয়া
৭:২৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » টিকটকে নতুন নিয়ম

টিকটকে নতুন নিয়ম

পুলিশ খুঁজছে কয়েকশ টিকটকারকে

বিএনএ, ঢাকা : অল্প বয়সীদের ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম আনলো সংক্ষিপ্ত ভিডিও শেয়ারিং অ্যাপস টিকটক। নতুন এ নিয়মে ১৪ বছরের নিচে ব্যবহারকীরা ৪০ মিনিটের অধিক টিকটক ব্যবহার করতে পারবে না।

টিকটকের চীনা সংস্করণ ডুয়িং নতুন নিয়ম চালু করেছে।  চীনে ১৪ বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য ‘ইয়ুথ মুড’ নামে একটি ফিচার চালু করা হয়েছে। এর মাধ্যমে অযাচিত ভিডিও রোধ করা যাবে বলে জানিয়েছে অ্যাপসটির কর্তৃপক্ষ।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ুথ মুডের মাধ্যমে চৌদ্দ বছরের নিচে যারা রয়েছে তারা দিনে মাত্র ৪০ মিনিট টিকটক ব্যবহারের সুযোগ পাবে। সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই সময়ের মধ্যে ৪০ মিনিটের জন্য তাদের টিকটক ব্যবহার করতে হবে।

তরুণদের সুরক্ষায় এমন পদক্ষেপ টিকটকের ইতিহাসে সবচেয়ে কঠিন বলে জানান ডুয়িং। চলতি বছর চীনা কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহারে নতুন নীতিমালা আরোপ করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ করা যাবে। ইন্টারনেটে এমন কিছু সেলিব্রেটি রয়েছে, যাদের অন্ধ ভক্ত রয়েছে। ফলে তাদের অনুসরণ করে অপরাধের মাত্রা বাড়তে থাকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ