21 C
আবহাওয়া
২:৩৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » টি-টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ডের

টি-টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ডের

টি-টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ডের

বিএনএ,স্পোর্টসডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় পাকিস্তানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। রোববার(২০ ডিসেম্বর) হ্যামিলটনের সিডন পার্কে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচ জিতে এক ম্যাচ বাকী রেখে ২-০তে জিতে সিরিজ নিশ্চিত করল কিউয়িরা।

পাকিস্তানের দেয়া ১৬৪ রানের জবাবে টিম সিফার্ট ও কেন উইলিয়ামসনের অসাধারণ ব্যাটিংয়ে ৪ বল বাকী থাকতে সহজে লক্ষ্য টপকে যায় নিউজিল্যান্ড।

শুরুতে পাকিস্তানের বোলারদের ওপর চড়া হয়ে খেলতে থাকে মার্টিন গাপটিল ও টিম সিফার্ট। তিন ওভার ২ বল খেলে ৩৫ রানের জুটি করে এই দুই ওপেনার। ভয়ঙ্কর হয়ে উঠা গাফটিলকে আউট করে এই জুটি ভাঙ্গেন ফাহিম আশরাফ।এরপর কেন উইলিয়ামসন ব্যাটিংয়ে নেমে টিম সিফার্টের সঙ্গে ১২৯ রানের জুটি করে ৯ উইকেটে জয় নিশ্চিত করে স্বাগতিকদের। কেন উইলিয়ামসন ৫৭* ও টিম সিফার্ট ৮৪* রানের অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে মোহাম্মদ হাফিজের ৫৭ বলে ১০ চার ও ৪ ছক্কায় হার না মানা ৯৯ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে পাকিস্তান।বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ৪ টি উইকেট নেন টিম সাউদি।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ