25 C
আবহাওয়া
৩:২৫ অপরাহ্ণ - ডিসেম্বর ৭, ২০২৪
Bnanews24.com
Home » মোবাইল ফোনে প্রতারণামূলক মেসেজ!

মোবাইল ফোনে প্রতারণামূলক মেসেজ!

মোবাইল ফোনে প্রতারণামূলক মেসেজ!

অনেক রবি ও এয়ারটেল গ্রাহকের মোবাইল ফোনে মেসেজ যাচ্ছে, আপনি বিজয়ি! পেয়ে গেছেন ২৫০০টাকা। চেক করুন#২১৩*২২৬৮৭#।

০১৮৩৪-৭৩২৬৫৭,০১৮৮২-৯৯৩৮০২ নম্বরগুলো হতে এই মেসেজটি প্রেরণ করা হচ্ছে।

ভুয়া মেসেজ মোবাইলে
ভুয়া মেসেজ মোবাইলে

মাহমুদুল হাসান নামে একজন গ্রাহক অভিযোগ করেছেন,  চেক করতে গেলে তার ফোনে অন্য একটি সার্ভিস এ্যাকটিভ হয়ে যায়। যার জন্য ফোন থেকে চার্জ কাটা হয়।

এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটর ও  বিটিআরসির দৃষ্টি আকর্ষন করেছেন।

বিএনএনিউজ২৪,

Loading


শিরোনাম বিএনএ