33 C
আবহাওয়া
২:০২ পূর্বাহ্ণ - জুন ৭, ২০২৩
Bnanews24.com
Home » চট্টগ্রামে পাহাড়ে জেলা প্রশাসনের অভিযান

চট্টগ্রামে পাহাড়ে জেলা প্রশাসনের অভিযান

চট্টগ্রামে পাহাড়ে জেলা প্রশাসনের অভিযান

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে অতি ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।চট্টগ্রামের আকবর শাহ থানার এক নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায়  রোববার (১৯ জুন) দুপুর ১২টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের সমন্বয়ে কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার মাসুদ রানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।

এর আগে শনিবার চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ঝিলের বরিশাল ঘোনা এলাকায় অতি ঝুঁকিপূর্ণ ১২০টি স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেন। এরই পরিপ্রেক্ষিতে আজ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে পর্যায়ক্রমে পাহাড়ে ঝুঁকিপূর্ণ সব স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ বিষয়ে নগরীর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদে আমাদের অভিযান চলছে। এক নম্বর ঝিল এলাকায় যতগুলো অবৈধ স্থাপনা আছে, সেগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য,  শুক্রবার রাতে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় পৃথক পাহাড় ধসের ঘটনায় চারজন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

বিএনএ/ ওজি

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ