29 C
আবহাওয়া
৩:১৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গোলাগুলিতে নিহত ৭

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গোলাগুলিতে নিহত ৭

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গোলাগুলিতে ৬ পাকিস্তানি নিহত

বিএনএ, বিশ্বডেস্ক: আফগান ও পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর পাল্টাপাল্টি গুলি ও গোলাবর্ষণে ৬ পাকিস্তানি ও ১ আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছেন।রোববার (১১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে ।

পাকিস্তান সেনাবাহিনী জানায়, পাকিস্তানের বাহিনী সীমান্তের আফগানিস্তান অংশে নতুন চেকপোস্ট নির্মাণ বন্ধের দাবি জানালে সংঘর্ষ শুরু হয়। এতে ৬ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন।

পাকিস্তান সেনাবাহিনী আরও জানায়, আফগানিস্তানের সীমান্ত বাহিনী চামান সীমান্ত ক্রসিংয়ে কামান ও মর্টারসহ ভারী অস্ত্র নিয়ে নির্বিচারে হামলা চালায়।

আফগান নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের বাহিনী সীমান্তের আফগানিস্তান অংশে নতুন চেকপোস্ট নির্মাণ বন্ধের দাবি জানালে সংঘর্ষ শুরু হয়।

আফগানিস্তানের কান্দাহারের গভর্নরের একজন মুখপাত্র আতাউল্লাহ জায়েদ, আফগান সীমান্তে নতুন চেকপয়েন্ট নির্মাণ নিয়ে মূলত পাকিস্তানি ও তালেবান বাহিনীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত বলে জানান।

কান্দাহার প্রদেশের আফগান কর্মকর্তা নূর আহমেদ  ঘটনার পর জানিয়েছেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে এবং দুই পক্ষ বৈঠক করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

  • বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ