29 C
আবহাওয়া
৪:২৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » স্বাস্থ্যবিধি মানার শর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন

স্বাস্থ্যবিধি মানার শর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন

স্বাস্থ্যবিধি মানার শর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন

বিএনএ, চট্টগ্রাম : স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও জাতীয় বাজেটে কিন্ডারগার্টেন স্কুলের জন্য আলাদা অর্থের বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগের আহবায়ক আহবায়ক অধ্যাপক মোহাম্মদ খুরশিদ আলম। বুধবার ( ৯ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত প্রতীকী অনশনে  তিনি এ দাবি জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিভাগে ১০ হাজার কেজি স্কুল বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। ১৫ মাস স্কুল বন্ধ থাকায় ছেলে মেয়েদের লেখা-পড়া ধ্বংসের দ্বারপ্রান্তে ।অনলাইন ক্লাসের নামে মোবাইল হাতে পেয়ে ভিডিও গেইমসহ নানা অশ্লীলতা মধ্যে ডুবে গেছে ছাত্র-ছাত্রীরা। দেশে সব কিছু চালু থাকলেও কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এর জবাব চান তিনি।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের আহবায়ক অধ্যক্ষ মুহাম্মদ সাজেদ ইকবালের সভাপতিত্বে সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় মহাসচিব লুৎফর রহমান আলমের পরিচালনায় বক্তব্য রাখেন লায়ন মোহাম্মদ দিদারুল ইসলাম, কেয়ার চেয়ারম্যান অধ্যাপক ছৈয়দ হাফেজ আহম্মাদ, অধ্যক্ষ মো.নজরুল ইসলাম খান, অধ্যক্ষ ডা.শেখ এ রাজ্জাক আলী রাজু, সাংবাদিক হাসান মুকুল, কাজী সরোয়ার খান মন্জু, রিয়াজ মোহাম্মদ, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ রাশেদুল আজম মন্জু, অধ্যক্ষ কাজী আবদুর রহমান, ডা.ইসমাইল চৌধুরী, অধ্যক্ষ মিসেস মাসুদা বেগম, এডভোকেট গোলাম ফারুক, অধ্যক্ষ মো. আবদুল জলিল, অধ্যক্ষ রফিকুল ইষলাম মল্লিক,হাফেজ মনিরুল ইসলাম,অধ্যক্ষ টিপু দাস, অধ্যক্ষ ফজলুর রহমান,মোহাম্মদ ইকবাল হোসেন,জিয়াউল করিম,নাসির উদ্দীন ও জিতু।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ