27 C
আবহাওয়া
৭:৫৩ অপরাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » আবুধাবিতে মুফতি ইদ্রিস রেজভী (রহ:) স্মরণ সভা

আবুধাবিতে মুফতি ইদ্রিস রেজভী (রহ:) স্মরণ সভা

আবুধাবিতে মুফতি ইদ্রিস রেজভী (রহ:)'র

ইউএই,প্রতিনিধি:  সংযুক্ত আরব আমিরাতে আঞ্জুমানে ক‌্বাদেরিয়া চিশতিয়া রজভীয়া ট্রাস্ট বাংলাদেশ ইউএই শাখার ব্যবস্থাপনায় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি মোহাম্মদ ইদ্রিস রজভী(রহ:)’র স্মরণ সভা ও দোয়া মাহফিল গত ৬ আগস্ট শুক্রবার বিকেলে আবুধাবির শিল্পনগরী মুসাফফা সানাইয়া ১১ নম্বরে পপুলার পাউডার কোটিং এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

মোচ্ছাফফার বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি মিয়াজির সভাপতিত্বে ও মোহাম্মদ আলাউদ্দিন খান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি এম এ আজিজ। প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন অঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির সিকদার, কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের , আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন আল আইন শাখা সাংগঠনিক সম্পাদক আ,হ,ম ইব্রাহিম বাবর, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহ-সভাপতি জাহেদুল হক, মোহাম্মদ নুরুল হুদা সহ আরো অনেকে।

স্বরণ সভায় বক্তারা আল্লামা মুফতি ইদ্রিস রেজভীর জীবনী স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বলেন, আল্লামা ইদ্রিস রেজভী ছিলেন একজন মহামানব, যার নির্দেশনায় সারা বাংলায় ইসলামের সুন্নিয়তের পথ প্রতিষ্ঠিত করেছিলেন। করোনাকালীন সময় যদি লকডাউন না হত তাহলে লাখো লাখো ভক্তের উপস্থিতিতে উনার জানাজা সম্পন্ন হতো। সাইকেল রিক্সা এবং নৌকায় নদী পথেও মানুষ কষ্টের মধ্যে জানাজায় শরীক হয়েছেন। আল্লামা মুফতি ইদ্রিস রেজভীর রুহের শান্তি কামনা ও করোনা থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য দোয়া মাহফিল, মোনাজাত এবং তবুরক বিতরনের মধ্যে অনুষ্ঠানে পরিসমাপ্তি হয়।

বিএনএনিউজ২৪, মুহাম্মদ সাইফুদ্দিন (খালেদ)

Total Viewed and Shared : 112 


শিরোনাম বিএনএ