27 C
আবহাওয়া
৯:০৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » জামিনে কারামুক্ত ইভ্যালির চেয়ারম্যান

জামিনে কারামুক্ত ইভ্যালির চেয়ারম্যান

জামিনে কারামুক্ত ইভ্যালির চেয়ারম্যান

বিএনএ, ঢাকা : ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

তিনি ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের স্ত্রী। এ সময় তাকে নিতে আসেন ইভ্যালির কর্মকর্তা ও তার পরিবারের সদস্যরা।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের জামিনের কাগজ গতকাল ৫ এপ্রিল কাশিমপুর কারাগারে পৌঁছায়। জামিনের কাগজ যাচাই–বাছাই করে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। ২০২১ সালের ২১ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল।

বুধবার গুলশান থানার একটি এবং ধানমন্ডি থানার পাঁচটি মামলায় বাদীর সঙ্গে মীমাংসার ভিত্তিতে ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী শামীমাকে আদালত সব মামলায় জামিন দেন। তবে রাসেল এখনো কারামুক্ত হননি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ