28 C
আবহাওয়া
৮:১৬ পূর্বাহ্ণ - মে ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সীমান্তে মাইন বিস্ফোরণে ৫ বাংলাদেশি আহত

সীমান্তে মাইন বিস্ফোরণে ৫ বাংলাদেশি আহত


বিএনএ, কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে দুদিনে ৫ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এর মধ্যে রোববার সকালে ৩ জন ও শনিবার রাতে ২ জন আহত হন। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জারুলিয়াছড়ি সীমান্ত এলাকার ৪৬ -৪৭ পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের ৪ জন রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা এবং অপরজন নাইক্ষ্যংছড়ি সদরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, মিয়ানমার থেকে চোরাই পথে গরু নিয়ে আসার সময় সদর ইউনিয়নের জারুলিয়া ছড়ির সীমান্ত এলাকার ৪৬-৪৭ পিলারের মধ্যবর্তী এলাকায় শনিবার রাতে মাইন বিস্ফোরণে দুই নাগরিকসহ তাদের নিয়ে আসা গরু আহত হয়। এসময় আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলেও গরুটি সীমান্তে রয়ে যায়।

পরে রোববার সকালে সীমান্তে আহত গরুটিকে নিয়ে আসার জন্য আরও ৩ জন সীমান্ত এলাকায় গেলে মাইন বিস্ফোরণে তারাও আহত হন। পরে তাদেরকেও উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার বলেন, শনিবার সন্ধ্যায় জামছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে দুজন এবং রোববার সকালে একই এলাকায় আরও ৩ জনসহ মোট ৫ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/এইচমুন্নী ।

 

Loading


শিরোনাম বিএনএ