27 C
আবহাওয়া
৮:৫০ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালানো চীনের অধিকার : রাশিয়া

তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালানো চীনের অধিকার : রাশিয়া

পুতিন

বিএনএ, বিশ্বডেস্ক : তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালাচ্ছে চীন। বৃহস্পতিবার (৪ আগস্ট) সে মহড়ার বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি চীনের সার্বভৌম অধিকার।

পেসকভ একটি কনফারেন্স কলে সাংবাদিকদের বলেন, ন্যান্সি পেলোসির সফরের মাধ্যমে তাইওয়ানের আশেপাশে উত্তেজনা উসকে দেওয়া হয়েছিল । এটি একটি একেবারে অপ্রয়োজনীয় সফর এবং একটি অপ্রয়োজনীয় উস্কানি ছিল।

তাইওয়ানে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের একদিন পরে অভূতপূর্ব সামরিক মহড়া শুরু করেছে চীন। বৃহস্পতিবার তাইওয়ানের চারপাশে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

তাইওয়ানের সবচেয়ে কাছে সমুদ্রের যে এলাকায় রকেট নিক্ষেপ করা হয়েছে তা এই দ্বীপটি থেকে মাত্র ১২ মাইল দূরে।

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একজন রাজনীতিক ন্যান্সি পেলোসির বিতর্কিত সফরের জবাবেই চীন এই সামরিক মহড়া শুরু করেছে। পেলোসির পর্যায়ের একজন মার্কিন রাজনীতিক গত ২৫ বছরের মধ্যে এই প্রথম তাইওয়ানে গেলেন। তিনি তাইওয়ানের স্বাধীনতার একজন বড় সমর্থক।

বেইজিং এই সফরকে দেখে “এক চীন নীতির” ওপর হস্তক্ষেপ হিসেবে এবং সেকারণে তারা সফরের আগে থেকে মিসেস পেলোসির তাইওয়ানে যাওয়ার ব্যাপারে তীব্র আপত্তির পাশাপাশি কড়া হুমকিও দিয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ