33 C
আবহাওয়া
১:৪৮ অপরাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » ফেনীর বন্ধুর বন্ধনের ইফতার ও দোয়া মাহফিল

ফেনীর বন্ধুর বন্ধনের ইফতার ও দোয়া মাহফিল


বিএনএ, ফেনী : ফেনীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠক বন্ধুর বন্ধুন ফেনী জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) শহরের কিং কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. আবু সেলিম মাহমুদুল হাসান।

সংগঠনের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক নাজমুল করিম ভূঞা সুমন। বন্ধুর বন্ধুন ফেনীর কেন্দ্রীয় কমিটির সভাপতি সেফায়েত উল্যাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর হারুন অর রশিদ মজুমদার ও এম সাইফুদ্দিন রুপম।

বন্ধুর বন্ধুন ফেনীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ভূঞা ফারভেজের সার্বিক তত্ত্বাধানে ও সাবেক সাধারণ সম্পাদক ও পৃষ্ঠপোষক জি.এম তাজউদ্দিন পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ পাটোয়ারি, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ তাহের উদ্দিন, সদর উপজেলা কমিটির সভাপতি কাজী রেজাউল হক রেজা, দাগনভূঞা উপজেলা কমিটির সদস্য মো. আলমগীর ও সোনাগাজী উপজেলা কমিটির সভাপতি জসিম খান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুর ইসলাম ভুট্রু, বন্ধুর বন্ধুন ফেনীর সংগঠক কাজী এ. কে আজাদ মিলন, জালাল উদ্দিন বাবলু, আনিসুর রহমান, শেখ ফেরদৌস আনোয়ার মজনু, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, ডিভিসি নিউজের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঞাঁ, দৈনিক নয়া পয়াগাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন।

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর ফেনী জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দৈনিক মানব জমিন এর ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি এম. এমরান পাটোয়ারী, বন্ধুর বন্ধুন পরশুরাম, সোনাগাজী, দাগনভূঞা, চট্রগাম বিভাগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দসহ ফেনীর বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহণ করেন। ইফতার পূর্বে দেশ জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং সংগঠনের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ