31 C
আবহাওয়া
২:৩১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » হাতিরঝিলে প্রবেশের সব রাস্তা বন্ধ

হাতিরঝিলে প্রবেশের সব রাস্তা বন্ধ

হাতিরঝিলে প্রবেশের সব রাস্তা বন্ধ

বিএনএ,ঢাকা: করোনা মহামারির কারণে এবার জনসমাগম এড়াতে হাতিরঝিলসহ রাজধানীর সব উন্মুক্ত জায়গায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।এ কারণে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে হাতিরঝিলে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সংবাদ মাধ্যমকে বলেন,হাতিরঝিল প্রবেশের পাঁচটি রাস্তাই বন্ধ রাখা হয়েছে।এ নিষেধাজ্ঞা ১ জানুয়ারি(শনিবার) ভোর পর্যন্ত বলবৎ থাকবে।যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে কঠোর নজরদারিতে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। করোনা ভাইরাসের প্রতিরোধের কারণে ডিএমপি থেকে নির্দেশনা আগেই দেয়া হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক কাজ করা হবে বলে জানান তিনি।

বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানান,হাতিরঝিলে যাতে কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য গুদারাঘাটে অবস্থান নিয়েছে পুলিশ।থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে সব ধরনের গণজমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ