34 C
আবহাওয়া
৮:৪৮ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় ভাড়া নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত

আনোয়ারায় ভাড়া নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত

আনোয়ারায় ভাড়া নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত

বিএনএ, আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারায় সিন্ডিকেট করে সিএনজি ভাড়া বৃদ্ধি এবং বাসে ভাড়ার তালিকা না রেখে অতিরিক্ত ভাড়া আদায়। এসব নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন।

বুধবার (৩১ আগস্ট) বিকেল ৫টার সময় উপজেলার ব্যস্ততম চাতুরী চৌমুহনী বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে যত্রতত্র পার্কিং, অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়, বাসের ভাড়ার তালিকা না রেখে যাত্রীদের থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় এবং সড়ক পরিবহন আইনের অন্যান্য নির্দেশনা অমান্য করে যানচালনার জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৮০ ধারায় ৮ টি মামলায় ৮ জন চালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আনোয়ারায় ভাড়া নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন বলেন, সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে হয়রানি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভাড়া নিয়ে যাতে কোন নৈরাজ্য না হয় সে জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

বিএনএ/নাবিদ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ