ইসলামাবাদ : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, কিছুদিনের মধ্যে তালেবানরা নতুন সরকার গঠন করবে। খবর জিও টিভি।
ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানে ৩০লাখ আফগান শরণার্থী রয়েছে। তাদেরকে সব রকম সুযোগ সুবিধা ও খাদ্য দেয়া হচ্ছে।
তিনি বলেন, পাকিস্তান সিমান্ত খোলা রেখেছে। এখনও পাক-আফগান বাণিজ্য অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগানিস্তানের সহায়তায় এগিয়ে যেতে তিনি আহবান জানান। এ সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস তার সাথে উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ২৪, জিএন