25 C
আবহাওয়া
১:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা : আক্রান্ত ২০৬, মৃত্যু ২

চট্টগ্রামে করোনা : আক্রান্ত ২০৬, মৃত্যু ২

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮৩টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছে ২০৬ জন। আক্রান্তদের মধ্যে নগরে ১২১ জন এবং উপজেলায় ৮৫ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ৩৪১ জন। একই সময় করোনায় আক্রান্ত হয়ে জেলায় ২ জন মৃত্যুবরণ করেছে। শুক্রবার ( ৩১ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৭টি নমুনা পরীক্ষায় ২৬ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৬৫টি নমুনা পরীক্ষায় ৮৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৭৪টি নমুনা পরীক্ষায় ১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২০৪ টি নমুনা পরীক্ষায় ২৬ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭টি নমুনা পরীক্ষায় ফলাফল শুন্য, ইমপেরিয়াল হাসপাতালে ৭২টি নমুনা পরীক্ষায় ৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩১৪টি নমুনা পরীক্ষায় ১৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৪টি নমুনা পরীক্ষায় ৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১১টি নমুনা পরীক্ষায় ৫ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষায় ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল (আরটিআরএল) ও এন্টিজেনে নমুনা পরীক্ষা হয়নি।

আজকের চট্টগ্রামের করোনার আপডেট নিউজ

উপজেলায় ৮৫ জনের মধ্যে লোহাগাড়ায় ১২ জন, সাতকানিয়ায় ৭ জন, আনোয়ারায় ১ জন ও বোয়ালখালী ৯ জন, রাঙ্গুনিয়া ৯ জন, রাউজান ১১ জন, ফটিকছড়ি ৯ জন, হাটহাজারী ১৬ জন, সীতাকুণ্ড ১০,  জন, মিরশ্বরাই ৭ জন ও সন্দ্বীপ ১ জন। চন্দনাইশ, পটিয়া ও বাঁশখালী উপজেলায় গত ২৪ ঘন্টায় কেউ করোনায় আক্রান্ত হয় নি।

করোনায় চট্টগ্রামে মৃত্যু

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২০৬ জন বেড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৩৪১ জন। যাদের মধ্যে নগরে ৭২ হাজার ২২৮ জন এবং উপজেলায় ২৭ হাজার ১১৩ জন। একই সময় করোনায় ২ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২৭ জন। যাদের মধ্যে নগরে ৬৮৮ জন এবং উপজেলায় ৫৩৯ জন।

বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ