বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কারনি জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরে এই স্বীকৃতি দেওয়া হবে।
বুধবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে কারনি বলেন, “কানাডা দীর্ঘদিন ধরেই দুই-রাষ্ট্র সমাধানের পক্ষে। আমরা এমন একটি স্বাধীন, কার্যকর এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চাই, যা ইসরায়েলের পাশে শান্তি ও নিরাপত্তার সঙ্গে সহাবস্থান করবে।” এ সময় তার সঙ্গে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী কারনি জানান, জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, “আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি কারণ ফিলিস্তিন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে।”
কারনি জানান, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তাকে আশ্বস্ত করেছেন যে, ২০২৬ সালে ফিলিস্তিনে নির্বাচন আয়োজন করা হবে এবং সেখানে হামাসের কোনো অংশগ্রহণ থাকবে না। একইসঙ্গে ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র হবে পুরোপুরি অসামরিক, এমন প্রতিশ্রুতিও পেয়েছেন তিনি।