38 C
আবহাওয়া
৫:২৯ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » ব্যাঙ্গালুরুর কাছে হারল কেকেআর

ব্যাঙ্গালুরুর কাছে হারল কেকেআর


বিএনএ, স্পোর্টস ডেস্ক : আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেকেআরকে হারিয়ে পয়েন্টের খাতা খুলল ব্যাঙ্গালুরু। অন্যদিকে কেকেআর প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় তুলে নেয়। তবে ব্যাঙ্গালুরের কাছে হেরে প্রথম চারের বাইকে ছিটকে যায় তারা।

বুধবারের ম্যাচে ১২৯ রানের জয়ের লক্ষে খেলতে নেমে প্রথম ওভারেই অনুজ রাওয়তকে আউট করেন উমেশ। পরের ওভারেই অধিনায়ক ডুপ্লেসিকে সাজঘরে ফেরান টিম সাউদি। বিরাট কোহলীকে ১২ রানের মাথায় আউট করেন উমেশ।

৩ উইকেট পড়ে যাওয়ার পরে জুটি বাঁধেন ডেভিড উইলি ও শেরফানে রাদারফোর্ড। তাঁরা দলের রানকে এগিয়ে যেতে থাকেন। কিন্তু ১৮ রানের মাথায় নারাইনের বলে আউট হল উইলি। তার পরে রাদারফোর্ডের সঙ্গে মিলে দলের রানকে ১০০-র গণ্ডি পার করান শাহবাজ আহমেদ।

শেষ দিকে ফের খেলার ছবি বদলে যায়। রাদারফোর্ড, শাহবাজ ও হাসারঙ্গ অল্প সময়ের ব্যবধানে আউট হয়ে গেলে চাপে পড়ে যায় ব্যাঙ্গালোর। কিন্তু ক্রিজে ছিলেন দীনেশ কার্তিক। তিনি ফিনিশারের ভূমিকা পালন করলেন। তাঁকে সঙ্গ দিলেন হর্ষল। দু’জনে মিলে চার বল বাকি থাকতে দলকে জিতিয়ে দেন। ম্যাচ হারলেও লড়াই করল কলকাতা। মাত্র ১২৯ রান করতেও শেষ ওভার পর্যন্ত খেলতে হল কোহলীদের দলকে।

এর আগে প্রথমে ব্যাট করতে নামা স্রেয়াশ আয়ারের দল ১৮.৫ ওভার খেলে মাত্র ১২৮ রান করেই অলআউট হয়ে যায়। ব্যাঙ্গালুরু বোলারদের সাঁড়াসি আক্রমণের মুখে কেকেআর ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। সর্বোচ্চ ২৫ রান করেছেন আন্দ্রে রাসেল। স্যাম বিলিংস করেন ১৪ রান, স্রেয়াশ আয়ার করেন ১৩ রান।

বেঙ্গালুরু-কলকাতা, মুম্বাই (টস-বেঙ্গালুরু/ফিল্ডিং)

কলকাতা নাইট রাইডার্স- ১২৮, ১৮.৫ ওভার (রাসেল ২৫, উমেশ ১৮, বলিংস ১৪, হাসারাঙ্গা ৪/২০, দ্বীপ ৩/৪৫, হার্শাল ২/১১)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ১৩২/৭, ১৯.২ ওভার (রাদারফোর্ড ২৮, শাহবাজ ২৭, উইলি ১৮, সাউদি ৩/২০, উমেশ ২/১৬, নারাইন ১/১২)

ফলাফল: বেঙ্গালুরু ৩ উইকেটে জয়ী

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ