38 C
আবহাওয়া
৪:৪৭ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » অর্থ আত্মসাৎ: ইস্টার্ন ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

অর্থ আত্মসাৎ: ইস্টার্ন ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে এক গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কর্মকর্তা মো. ইফতেখারুল কবিরকে ১২ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১ কোটি ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর ৩ মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বুধবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রায় দেন।

দুদক প্রসিকিউশন সূত্রে জানা যায়, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও আর নিজাম রোড শাখার ফজিলাতুন্নেসা নামে এক গ্রাহকের ৯০ লাখ টাকার ভুয়া এফডিআর দেখিয়ে আত্মসাৎ করার অভিযোগ ছিল সাবেক এই ব্যাংক কর্মকর্তা মো. ইফতেখারুল কবিরের বিরুদ্ধে।

এসব অভিযোগে দুদকের করা এক বিশেষ মামলায় তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত।

দুদকের আইনজীবী এড. মুজিবুর রহমান চৌধুরী বলেন, সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। বাদী বিবাদী পক্ষে দীর্ঘ শুনানি শেষে তার বিরুদ্ধে আদালত সাজার রায় ঘোষণা করেছে। আমরা এই রায়ে সন্তুষ্ট।

বিএনএ/এমএফ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ