বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে আমেরিকার প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা মধ্য দিয়েই ভূমধ্যসাগরে একটি নৌবহরকে অবস্থান করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ইউক্রেন সীমান্তে মস্কো এক লাখ সেনা মোতায়েন করেছে। আমেরিকা এবং পশ্চিমা মিত্ররা দাবি করছে যে, ইউক্রেনের ভেতরের সামরিক অভিযান চালানোর লক্ষ্য নিয়ে রাশিয়া সেখানে এসব সেনা মোতায়েন করেছে।
একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং আমেরিকার আরো পাঁচটি যুদ্ধজাহাজের ভূমধ্যসাগর থেকে পারস্য উপসাগরের দিকে যাত্রা করার কথা ছিল। মার্কিন সরকার আপাতত: ভূমধ্যসাগরে এই নৌবহরকে অবস্থান করার নির্দেশ দিয়েছে।
তবে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য এসব সেনা মোতায়েন করা হয়নি বলে দাবি করছে মস্কো।
বিএনএ/ ওজি